বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সুহানার কফি পোস্টে শাহরুখের শাসন, মিষ্টি মুহূর্তে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

গত রোববার ছিল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কিং খান। সহশিল্পী, বন্ধু, ভক্ত—সকলের ভালোবাসায় ভেসেছেন তিনি। জন্মদিনের উৎসব শেষে এবার পালা সেই ভালোবাসার জবাব দেওয়ার।

শাহরুখ নিজের স্বভাবসুলভ রসিকতায় একে একে সবার শুভেচ্ছার উত্তর দেন। তবে সবচেয়ে আলোচনায় এসেছে মেয়ে সুহানা খান–এর শুভেচ্ছা পোস্ট ও তার জবাব।

সুহানা ইনস্টাগ্রামে দুটি কফির বড় কাপ পাশাপাশি রেখে একটি ছবি শেয়ার করেন। এক কাপে লেখা ছিল ‘King’ (রাজা), আর অন্যটিতে ‘Princess’ (রাজকন্যা)। সেই সঙ্গে তিনি লেখেন, “শুভ জন্মদিন, বাবা।”

বাবার প্রতি মিষ্টি এই ভালোবাসায় আপ্লুত হলেও শাহরুখের চিন্তাশীল মনোভাব থামেনি সেখানেই। মেয়ের পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি লেখেন—

“ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ করো দয়া করে, কারণ তুমি এখনো ছোটই আছো।”

শাহরুখের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা মন্তব্য করেন, “যতই বয়স হোক, বাবার চোখে মেয়েরা চিরকালই ছোট থাকে!”

অনেকেই প্রশংসা করেন শাহরুখের এই আদরমেশানো শাসনের। কেউ কেউ লেখেন, “এটাই একজন স্নেহময় বাবার আসল রূপ—যিনি ভালোবাসার মাঝেও যত্ন ভুলে যান না।”

শাহরুখ ও সুহানার এই মিষ্টি মুহূর্ত এখন ভক্তদের হৃদয়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top