বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

দুই বছরের নীরবতা ভেঙে ঐশীর ‘কালা রে’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৪:২৯

সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে অবশেষে নতুন গান নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। বহুদিন ধরেই ভক্তদের নতুন গানের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন তিনি। অবশেষে সেই প্রতিশ্রুতি রাখলেন ‘কালা রে’ শিরোনামের গান প্রকাশের মাধ্যমে।

গতকাল ঐশী নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন। গানটির কথা ও সুর করেছেন অমল পাল বাউল। মিক্স-মাস্টারিং করেছেন ইফতি খায়রুল আলম শুভ এবং ভিডিও পরিচালনা করেছেন ঐশীর স্বামী আরেফিন জিলানী।

নতুন প্রজেক্ট সম্পর্কে ঐশী জানান,

“এটা ‘লাইভ গান সিজন ১’-এর প্রথম গান। আমরা লাইভ গেয়েছি, বাজিয়েছি ও ভিডিও ধারণ করেছি। এই সিজনে আরও তিনটি গান আসবে।”

গানটি প্রকাশের পরপরই ভক্তদের উচ্ছ্বাসে ভাসছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। ইউটিউবের কমেন্ট সেকশনে কেউ লিখেছেন, “আরে জোশ জোশ পুরাই”, আবার কেউ প্রশংসা করে লিখেছেন, “বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আপু”।

দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীর নতুন গান পেয়ে আনন্দিত ঐশীর অনুরাগীরা। অনেকেই মনে করছেন, ‘কালা রে’ গানটির মাধ্যমেই আবারও সংগীতজগতে নতুন উদ্যমে ফিরছেন এই প্রতিভাবান শিল্পী।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top