বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

কানাডা ইভেন্টে দেরি করে মঞ্চে ওঠায় বিতর্কে মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে কানাডায়। সম্প্রতি দেশটির এক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে ওঠেন তিনি। ফলে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা ও দর্শকদের মধ্যে ক্ষোভ।

দর্শকদের অভিযোগ, সময়মতো অনুষ্ঠান শুরু না হওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েন। আয়োজকরা দায় চাপান মাধুরীর দলের ওপর, তবে শেষ পর্যন্ত দর্শকদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকেই। ক্ষুব্ধ অনুরাগীরা প্রকাশ্যে মাধুরীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

তবে বিতর্ক নিয়ে কোনো মন্তব্য না করে, ঘটনার তিন দিন পরই মাধুরী তার সোশ্যাল মিডিয়ায় টরন্টোকে ধন্যবাদ জানিয়ে লেখেন,

“টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্ক যাওয়ার পালা।”

এই পোস্ট ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক নেটিজেনের মতে, মাধুরী ইচ্ছে করেই ঘটনাটি এড়িয়ে গেছেন এবং “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” করছেন।

এছাড়া, তার পোস্টে ব্যবহৃত ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দ নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। তাদের দাবি, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে তারা অভিনেত্রীর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা সাক্ষাৎ পর্বের জন্য নয়। ফলে মাধুরীর এই বক্তব্যকে অনেকেই “ভুল প্রচার” বলে আখ্যা দিয়েছেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top