দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:২৪
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই তারকা।
সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ফাহাদ মোস্তফার বিপরীতে জনপ্রিয় নাটক ‘কভি মে কভি তুম’-এ, যা ২০২৪ সালের নভেম্বরে শেষ হয়। এরপর প্রায় এক বছর অভিনয় থেকে বিরতি নিয়ে হানিয়া মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এর দিকে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।
দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন নাটকে ফিরছেন তিনি। তার নতুন নাটকটির নাম ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান-এর সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক, আর চিত্রনাট্য লিখেছেন রাদাইন শাহ্।
রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকটি আগামী ৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে। পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নাটকটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় সম্প্রচারিত হবে।
প্রায় দশ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে প্রকাশ করেছেন নাটকটির প্রথম টিজার, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দুটি প্রমো প্রকাশিত হয়েছে, এবং ভক্তরা হানিয়া ও বিলালের রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।