হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৫
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ-এর ৭৭তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। এই উপলক্ষে ৭ থেকে ১৩ নভেম্বর ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ উদ্যাপন করবে স্টার সিনেপ্লেক্স।
উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হবে তার প্রখ্যাত চলচ্চিত্রগুলো – ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখা-তে দর্শকরা এসব ছবি দেখতে পারবেন। এছাড়া, স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিম প্রমুখ। একই বছর মুক্তি পায় ‘নয় নম্বর বিপদ সংকেত’, যেখানে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’-এ দেখা গেছে ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন-কে। হুমায়ূন আহমেদের নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পায় ২০১২ সালে, অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,
“আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল এবং কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল এখানে। তাই ৭৭তম জন্মবার্ষিকীর সময়টা আমরা দর্শকদের সঙ্গে বিশেষভাবে উদ্যাপন করতে চাই।”
তিনি আরও বলেন, ইমপ্রেস টেলিফিল্মকে সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। এই আয়োজনের মাধ্যমে হুমায়ূন আহমেদের সাহিত্য ও চলচ্চিত্রকে নতুন প্রজন্মের দর্শকদের কাছে উপস্থাপন করা হবে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।