ক্যানসারে কন্নড় অভিনেতা হরিশ রাইয়ের মৃত্যু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৭:১০
খ্যাতনামা কন্নড় অভিনেতা হরিশ রাই আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘ এক বছর ধরে তিনি স্টেজ–৪ থাইরয়েড ক্যানসারে ভুগছিলেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরিশ রাইয়ের ক্যানসার পেটসহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা নিয়মিত কেমোথেরাপি ও পালিয়েটিভ কেয়ার দিলেও তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটছিল।
হরিশ রাই জনপ্রিয়তা অর্জন করেন কন্নড় সিনেমার ব্লকবাস্টার ছবি ‘ওম’ এবং ‘কেজিএফ’–এর অভিনয়ের মাধ্যমে। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোধিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীথা, স্বয়ংবর ও নল্লা।
অভিনয়ের পাশাপাশি নিজের অসুস্থতা ও চিকিৎসার ব্যয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি, প্রতি সাইকেলে তিনটি ইনজেকশন দিতে হয়—৬৩ দিনে একবার। এক সাইকেলের খরচ প্রায় ১০.৫ লাখ রুপি, আর পুরো চিকিৎসায় লাগে প্রায় ৭০ লাখ রুপি।”
সহ–অভিনেতা ও ‘কেজিএফ’ তারকা যশ সম্পর্কে তিনি আরও বলেছিলেন, “যশ আগেও আমাকে সাহায্য করেছে। আমি জানি, সে শুনলে অবশ্যই পাশে দাঁড়াবে। তবে আমি প্রতি বার চাইতে পারি না—একজন মানুষ কতটুকুই বা করতে পারে?”
তিন দশকেরও বেশি সময় ধরে হরিশ রাই কন্নড়, তামিল ও তেলুগু ভাষার শতাধিক ছবিতে অভিনয় করেছেন। খলনায়ক থেকে সহ–অভিনেতা—সব ভূমিকাতেই তিনি ছিলেন দর্শকদের প্রিয় মুখ।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।