বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

পরীমণির জন্মদিনের পার্টিতে অপ্রীতিকর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। মালয়েশিয়া সফর, একের পর এক পার্টি ও দীর্ঘ আয়োজন—সব মিলিয়ে পরীমণির জন্মদিনের উৎসব চলে দুই সপ্তাহেরও বেশি সময়। তবে এই আয়োজনের এক অনুষ্ঠানে অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের ক্ষোভ উন্মোচন করেছেন প্রসূন। তিনি লেখেন,

“পরীমণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে—‘আপনি কে?’”

প্রসূন আরও লেখেন,

“পরীমণি হয়তো জানে না, তার নাম রৌশন করতে যাদের টাকায় রেখেছে, তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছে। এই সান্ডাদের কালো গেঞ্জি-প্যান্ট না পরিয়ে হাতে কাগজ আর কলম ধরিয়ে দিলে খরচও কম হতো, অতিথিদেরও অসম্মান হতো না।”

তিনি আক্ষেপ করে বলেন,

“আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম, কারণ পরী আমার পছন্দের মানুষ। কিন্তু সেখানে গিয়ে এমন আচরণ পেতে হবে ভাবিনি।”

পোস্টের শেষাংশে প্রসূন লিখেছেন,

“আমি কে, সেটা নিয়ে কথা বলার মতো মানুষ এখনও হতে পারিনি। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি। আমি এলাম, দেখলাম, চলে গেলাম। দেখা হবে অন্য কোথাও।”

উল্লেখ্য, পরীমণির জন্মদিনের আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেও সমালোচনা হয়েছে। অনেক নেটিজেনই তার এসব পার্টিকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন। তবে এই প্রথমবার কোনো সহশিল্পী, বিশেষ করে প্রসূন আজাদ, সরাসরি এমন মন্তব্য করলেন, যা নতুন করে আলোচনায় এনেছে পরীমণির জন্মদিনের অনুষ্ঠানগুলোকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top