শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

‘হক’ সিনেমা নিয়ে ইয়ামি গৌতমের প্রত্যাশা— দর্শকের ভালোবাসাই আসল প্রাপ্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১২:০৭

সংগৃহীত

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত সিনেমা ‘হক’। আদালতকেন্দ্রিক সামাজিক ড্রামা ঘরানার এই চলচ্চিত্রের কাহিনি অনুপ্রাণিত ভারতের বহুল আলোচিত শাহ বানু মামলা থেকে। সমাজ ও আইন ব্যবস্থার গভীরে প্রবেশ করে এটি এক মানবিক বার্তা তুলে ধরেছে। সিনেমাটি পরিচালনা করেছেন রেসু নাথ, আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ইয়ামি গৌতম ও ইমরান হাশমি।

‘শাহ বানু’র ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। আর তার স্বামী আব্বাস খানের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। সিনেমাটি মুক্তি উপলক্ষে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা, প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন ইয়ামি।

ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের চাপ নিয়ে

ইয়ামি বলেন,

“প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কিছু চরিত্র কঠিন প্রস্তুতি দাবি করে, তবে চাপ নিয়ে অভিনয় করলে কখনোই শতভাগ দেওয়া যায় না। তাই আমি চেষ্টা করি নিজেকে চরিত্রে পুরোপুরি মিশিয়ে দিতে।”

ইমরান হাশমির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা

অভিনেত্রীর ভাষায়,

“আমি ইমরানের কাজের ভক্ত। যখন জানতে পারলাম সে আমার বিপরীতে অভিনয় করছে, বুঝেছিলাম দারুণ কিছু হবে। আমরা সেটে একসঙ্গে সংলাপ, দৃশ্য—সব কিছু নিয়ে আলোচনা করেছি। সহকর্মী হিসেবে সে অসাধারণ।”

তিনি আরও যোগ করেন, সহ-অভিনেতা সাহেবা চাড্ডা ও অসিমের কাজও তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

চরিত্রের প্রস্তুতি ও স্বামীর সহায়তা

গল্প হাতে পাওয়ার পর ইয়ামি জানান, তিনি ও তার স্বামী, পরিচালক আদিত্য সুহাস জামভালে, একসঙ্গে স্ক্রিপ্ট বিশ্লেষণ করেন।

“সে আমাকে বলেছিল, এই চরিত্রে অনেক কথা বলতে হবে, তাই কথা বলার অনুশীলন করো। তার পরামর্শে আমি প্র্যাকটিস করি, অডিশন দেই, তারপরই সিলেকশন হয়।”

কোন ধরণের গল্পে কাজ করতে ভালো লাগে?

ইয়ামির মতে,

“গল্পই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর প্রোডাকশন, পরিচালক ও সহকর্মী। গল্প ভালো না হলে ভালো কাজও সম্ভব নয়।”

সবচেয়ে প্রিয় সিনেমা?

“নিজের সিনেমাগুলোর মধ্যে আলাদা করে কোনো রেটিং দিতে পারি না। পছন্দ না হলে আমি কাজই করতাম না,” বলেন তিনি।

চিত্রনাট্য পড়ার অভ্যাস

ইয়ামি জানান,

“আমি গল্প পড়তে ভালোবাসি। যেমন ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার স্ক্রিপ্ট আমি ৩৫ বারেরও বেশি পড়েছিলাম। গল্প না বুঝলে চরিত্রের গভীরতা প্রকাশ পায় না।”

স্বামী আদিত্যর পরামর্শ নিয়ে

“সে খুব গুণী নির্মাতা। গল্প বোঝার পর কাজ শুরু করে—এটা আমি তার কাছ থেকে শিখেছি। নতুন কোনো চরিত্র হাতে নিলে সে আমাকেও প্রথমে গল্প বুঝতে বলে।”

‘হক’ নিয়ে প্রত্যাশা

ইয়ামি বলেন,

“প্রত্যাশা একটাই— দর্শক যেন ভালোবাসেন। দর্শকের ভালোবাসাই আসল প্রাপ্তি।”

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top