আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছেন দেবের সহ-অভিনেতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১২:২১
‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন ওপার বাংলার অভিনেতা সুরজিৎ সেন। তবে আজ সেই আলো ফিকে হয়ে এসেছে।
টলিপাড়ার পরিচিত মুখ সুরজিৎ সেনকে এখন দেখা যায় ব্যারাকপুরের এক ছোট মুদির দোকানে। পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে তার সংসার চলে মুদির দোকান, আইসক্রিম এবং নরম পানীয় বিক্রি করে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুরজিৎ বলেন, “১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় পেরোতে হয়েছে।”
ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা এক সময়ের মুখ এখন দোকানের আলোয় ঝাপসা হয়ে এসেছে। তবু সুরজিৎ শান্ত সুরে বলেন, “অভিনয়ে ফেরার ইচ্ছে নেই। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।”
সুরজিৎ আরও বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম। একেবারেই না, আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”
সিনেমার পর্দা থেকে সরলেও, অভিনেতার গল্প বহু দর্শকের কাছে অনুপ্রেরণার মতো মনে হচ্ছে, যেখানে শিল্পী জীবনের ওঠাপড়ার সঙ্গে বাস্তব জীবনের সংগ্রামের মিল খুঁজে পাওয়া যায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।