শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:১৪

সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেলেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর টিম। শনিবার রাতে মুম্বাইতে সিনেমাটির ডিওপি অমিত রায়-এর মাধ্যমে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান-এর সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন।

সাক্ষাৎকালে ‘প্রিন্স’ সিনেমা সম্পর্কে জানতে পেরে অমিতাভ বচ্চন শুভকামনা জানান এবং বলেন, “বাংলা সিনেমার অগ্রযাত্রায় নতুন প্রজন্মের এ উদ্যোগ প্রশংসনীয়।”

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ডিসেম্বরের শুরুতে শুটিং শুরু হবে, আর সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে মুম্বাইয়ে, যেখানে পরিচালক ও প্রযোজক অবস্থান করছেন।

এক ফেসবুক পোস্টে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায়,

“সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি সিনেমার জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি!”

অমিতাভ বচ্চনের সঙ্গে ছবির পরিচালক ও প্রযোজককে দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, “অমিতাভ বচ্চন স্যার তখন শুটিংয়ে ছিলেন। অমিত দাদার মাধ্যমে আমরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। তিনি শুনে ভীষণ খুশি হন যে, আমরা বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি। এমনকি শাকিব ভাই সম্পর্কেও জানেন এবং আমাদের সঙ্গে বাংলায় কথা বলেন। তার মতো একজন মহাতারকার কাছ থেকে এমন আশীর্বাদ পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top