রেট্রো গ্ল্যামারে দর্শনা বণিক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৪:২৭

সংগৃহীত

মুক্তির অপেক্ষায় টালিউডের আলোচিত নতুন ছবি ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির প্রমোশনাল মিউজিক ভিডিও, আর সেটিই এখন দর্শকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটিতে জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর রিমেক সংস্করণে হাজির হয়েছেন টালিউডের গ্ল্যামার কুইন দর্শনা বণিক। তার মোহনীয় নাচের ভঙ্গি, চোখের চাহনি ও রেট্রো সাজসজ্জা যেন একসঙ্গে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার স্বর্ণযুগের সৌন্দর্য ও আবেদন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার। নতুন সংস্করণে গেয়েছেন সৌম্য ঋত ও নবাগতা শ্রুতি, সংগীতায়োজন করেছেন রাহুল সরকার।

মিউজিক ভিডিওতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। বিশেষ উপস্থিতিতে আছেন ছবির দুই প্রধান তারকা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস—যাদের উপস্থিতিতে ভিডিওটি পেয়েছে অতিরিক্ত রঙিন মাত্রা।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল ব্যানার্জি, অনুরাধা মুখার্জিসহ টালিউডের আরও অনেক জনপ্রিয় মুখ।

গানটির পরিচালনায় ছিলেন আর চট্টোপাধ্যায় ও হিমালয় দেবনাথ, কোরিওগ্রাফিতে ছিলেন বিক্রম।

পুরো সৃজনশীল পরিকল্পনা তত্ত্বাবধান করেছেন ছবির পরিচালক জয়ব্রত দাস। তিনি জানিয়েছেন—

“এটি বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের এক প্রচেষ্টা।”

উল্লেখযোগ্যভাবে, ছবির ট্রেলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টালিপাড়ার অনেক তারকাই ট্রেলারের ভিজ্যুয়াল টোন ও গল্পের ধরনকে “সাহসী ও অনন্য” বলে প্রশংসা করেছেন।

তবে বিতর্কও পিছু ছাড়েনি এই ছবি। সূত্রে জানা যায়, সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর ছবির কয়েকটি দৃশ্য সম্পাদনা ও বাদ দিতে বলা হয়। সংশোধনের পরই অবশেষে ছবিটি মুক্তির ছাড়পত্র পায়।

রক্তাক্ত রহস্য, আবেগ, এবং রেট্রো গ্ল্যামারে ভরপুর ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার, ১৪ নভেম্বর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top