মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

এবার শ্রদ্ধার বিপরীতে রণদীপ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:২৪

সংগৃহীত

চাভার-এর সাফল্যের পর পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী সিনেমা ‘ঈথা’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এই নতুন বায়োপিকটি কিংবদন্তি লাবনী ও তামাশা শিল্পী বিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিপরীতে রোমান্টিক লিড চরিত্রে অভিনয় করবেন রণদীপ হুডা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, “মুম্বাইয়ে এই সিনেমার শুটিং চলতি মাসের শেষ দিকে শুরু হবে। রণদীপ ও শ্রদ্ধা উভয়েই সেই গভীরতা ও বহুমুখিতা নিয়ে আসেন যা পরিচালক উতেকারের ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই।”

বিত্তাভাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষ ছিলেন। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদান ‘ঈথা’-র মূল আবেগ।

চলচ্চিত্রে রণদীপ ও শ্রদ্ধার অভিনয়শৈলী অনন্য সমন্বয় হিসেবে ফুটে উঠবে, কারণ তারা বাণিজ্যিক প্রভাব ও শক্তিশালী অভিনয়ের মধ্যে সুন্দর ভারসাম্য রাখতে সক্ষম। নির্মাতার আশা, এই সিনেমা মহারাষ্ট্রের সমৃদ্ধ লোকশিল্প ঐতিহ্যের প্রতি একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি হবে।

রণদীপ হুডাকে সর্বশেষ দেখা গিয়েছিল চলতি বছরের মুক্তি প্রাপ্ত সিনেমা জাট-এ। সেখানে তার বিপরীতে ছিলেন সানি দেওল, আয়েশা খান, সাইয়ামি খেরসহ আরও অনেকে। অন্যদিকে, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রী ২-এর পর শ্রদ্ধার কোনো নতুন ছবি এ বছর মুক্তি পায়নি, তবু তার জনপ্রিয়তা অটুট। সোশ্যাল মিডিয়ায় ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে নিয়মিত সংযোগ রাখছেন তিনি, সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়।

শ্রদ্ধার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে এক নারী তাকে ‘স্ত্রী’ চরিত্রে সাজতে দেখা যায়, যা প্রমাণ করে তার আইকনিক চরিত্রগুলো এখনও দর্শকের মনে বিশেষ নস্টালজিয়ার সৃষ্টি করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top