অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:২৫
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ এনেছেন তারই ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শোর বিজয়ী সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে চলচ্চিত্রে নতুন শিল্পী গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনন্ত জলিল এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত নির্বাচিত হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় বেকার ছিলেন আরবিন।
আরবিন অভিযোগ করেন, “২০১৫ সালে রিয়েলিটি শো-তে হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হই। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল যে আমি একটি সিনেমা করব, কিন্তু সেই সিনেমা কখনো নির্মিত হয়নি।”
পরবর্তীতে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন : দ্য ডে’ সিনেমায় ডাক পাওয়ার পরেও তিনি হতাশ। আরবিন বলেন, “শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, মাত্র কয়েকটি দৃশ্যই শুট হয়। সিনেমা মুক্তির পর কাছের মানুষদের সঙ্গে হলে গিয়ে দেখি, পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি। এটি খুবই লজ্জাজনক অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “সব কষ্ট বৃথা গেছে। এক কথায় বলতে গেলে, আমি প্রতারণার শিকার হয়েছি।”
আরবিনের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চেষ্টার পরও চিত্রনায়ক অনন্ত জলিলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা আতাশ জমজম।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।