বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

‘কন্যা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেলেন কনা, আসছে নতুন গান ‘ভিতরও বাহিরে’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৩

সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা আবারও পেলেন শ্রেষ্ঠ গায়িকার স্বীকৃতি। সম্প্রতি বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে চলতি বছরের আলোচিত গান ‘কন্যা’-এর জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেছেন।

পুরস্কার হাতে নিয়ে কনা নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “‘কন্যা’ গানটি আমার জন্য বিশেষ একটি অনুভূতি। শ্রোতা-দর্শকদের ভালোবাসাই আমাকে এই জায়গায় এনেছে।”

কনা বলেন,

“শুরুতেই ধন্যবাদ জানাই বিসিআরএ ও দুলাল খান ভাইকে আমাকে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে সম্মানিত করার জন্য। ‘কন্যা’ গানটি এ বছরের অন্যতম জনপ্রিয় গান হয়ে উঠেছে। দুষ্টু কোকিলের পর এই গানটিও মানুষের মাঝে ভীষণ ভালো লাগা সৃষ্টি করেছে।” কনার নতুন গান ‘ভিতরও বাহিরে’ প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল, ১৩ নভেম্বর, ইউটিউবে তার নিজস্ব চ্যানেল ‘কনা’-তে। গানটি লিখেছেন আবদার রহমান, সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ফুয়াদের ফিচারিংয়ে এর আগেও কনার একাধিক জনপ্রিয় গান প্রকাশ পেয়েছে। কনা জানান,

“গানটির কথা ও সুর অসাধারণ। আমি বিশ্বাস করি, শ্রোতারা ‘ভিতরও বাহিরে’ গানটি ভীষণ উপভোগ করবেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top