লিওনার্দো ডিক্যাপ্রিও: অভিনয় ও মানবিকতার অনন্য সমন্বয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
‘টাইটানিক’-এর জ্যাক ডসন চরিত্রে নিখুঁত অভিনয় করে সারা বিশ্বের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহী এই অভিনেতা হলিউডে নিজের নাম আলোকিত করেছেন নানামাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
ডিক্যাপ্রিওর জন্ম ১৯৭৪ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলেন তিনি, তবে খ্যাতির শীর্ষে পৌঁছান ১৯৯৭ সালে ‘টাইটানিক’-এর মাধ্যমে। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন ‘দ্য অ্যাভিয়েটর’, ‘ইনসেপশন’, ‘শ্যাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর মতো কালজয়ী সিনেমা। অবশেষে ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’-এ অনবদ্য অভিনয়ের জন্য পান কাঙ্ক্ষিত অস্কার।
অভিনয়ের বাইরে ডিক্যাপ্রিও একজন নিবেদিত পরিবেশবাদী হিসেবেও পরিচিত। জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা তৈরিতে তিনি প্রতিষ্ঠা করেছেন “লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন”, যা বৈশ্বিক প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি শুধু একজন অভিনেতা নয়, মানবিকতার প্রতীক হিসেবেও পরিণত হয়েছেন। আজও লিওনার্দো ডিক্যাপ্রিও মানেই—অভিনয়, আবেগ এবং অনুপ্রেরণার প্রতীক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।