শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ ইউটিউবে, পরিচালক-প্রযোজকের ভিন্ন মন্তব্য
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:৫৮
গত বছর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর দুটি সিনেমায় কাজ করার ঘোষণা দিয়েছিলেন। মহরত শেষ করে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রঙ্গনা’ নামের সিনেমার শুটিং শুরু হলেও, শাবনূর অস্ট্রেলিয়ায় যাওয়ায় কাজটি অসম্পূর্ণ রয়ে যায়। দেশে ফেরার পর সিনেমার কাজ আবার শুরু করার কথা থাকলেও, সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে সিনেমার কিছু ফুটেজ।
সিনেমার পরিচালক আরাফাত হোসেন বলেন, “গত কয়েক মাস শাবনূর আপুর সঙ্গে নিয়মিত কথা হয়েছে। তিনি দেশে ফিরলে নতুন করে ছবিটি শুরু করার কথা ছিল। কিন্তু কয়েকজন ফোন দিয়ে জানাচ্ছেন, আগের শুট করা কিছু দৃশ্য ইউটিউবে দেখা যাচ্ছে। আমি ও শাবনূর আপু এগুলোর কিছুই জানি না।”
অন্যদিকে প্রযোজক মৌসুমী মিথিলা জানান, “শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুনভাবে শুরু করব। তখন গল্পে কিছু পরিবর্তন আসবে। তাই পুরনো দৃশ্য ব্যবহার করা সম্ভব নয়। দীর্ঘ বিরতির কারণে লুকেও অসমঞ্জস্য দেখা দেবে। তাই দর্শককে বঞ্চিত না করে যেটুকু শুট হয়েছে সেটুকুই প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।”
পরিচালক আরাফাত হোসেন আরও জানান, সিনেমায় তিনটি গান থাকছে, যেগুলো লিখেছেন কবির বকুল এবং সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমার কাহিনি লিখেছেন পরিচালক নিজেই, চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
গত বছরের ১৩ জানুয়ারি ‘রঙ্গনা’ সিনেমায় যুক্ত হন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, “একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ বোঝা যায়। এখানে গল্পটি পড়ে মনে হয়েছে কাজ করা যায়। পরিচালক নতুন বা পুরনো—সেটা দেখি না, দেখি গল্প আর প্রস্তুতি। এতে শাবনূরের মতো অভিনেত্রীও যুক্ত হয়েছেন। সব কিছু মিলেই কাজ করতে রাজি হয়েছি। আশা করি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।