বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:০৬

সংগৃহীত

মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী জারিন খান। প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। প্রয়াত অভিনেত্রীকে শেষবার দেখতে ছুটে গিয়েছিলেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি মুম্বাইয়ে জারিন খানের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের তারকারা। প্রাক্তন জামাতা, বলিউড সুপারস্টার হৃতিক রোশনও স্মরণসভায় উপস্থিত ছিলেন। তিনি আবেগঘনভাবে প্রাক্তন শাশুড়ি জারিন খানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, “জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।”

হৃতিক ছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন সাইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন সহ আরও অনেক বলিউড তারকা। ফারাহ খান আলী, প্রয়াত অভিনেত্রীর কন্যা, সোশ্যাল মিডিয়ায় স্মরণসভার একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। তিনি লেখেন, “সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আমার কাছে তিনি শুধু আমার মা, আমার পৃথিবী। আমরা তার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাব।”

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সুজান খান। প্রাক্তন স্ত্রীর কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন হৃতিক রোশন। মৃত্যুর খবর পাওয়ার পরই প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে তিনি প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top