বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি ছিলেন না জুহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:১৮

সংগৃহীত

একসময় বলিউডের পর্দায় রোমান্টিক জুটির সংজ্ঞা স্থাপন করেছিলেন আমির খান ও জুহি চাওলা। ‘কয়ামত সে কয়ামত তক’ থেকে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’— তাদের অভিনীত ছবিগুলো এখনও দর্শকের মনে গেঁথে আছে। তবে পর্দার রসায়নের আড়ালে ছিল বাস্তব জীবনের তীব্র টানাপোড়েন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘ইশ্‌ক’ ছবির শুটিং চলাকালীন ঘটে এক উত্তপ্ত ঝগড়া, যা তাদের বহুদিনের বন্ধুত্বকেও প্রায় শেষ করে দেয়। জানা যায়, ঝগড়ার সূত্রপাত ঘটে একটি চুম্বন দৃশ্যকে ঘিরে। প্রথমে জুহি দৃশ্যে সম্মত হলেও, পরে আমির খান দৃশ্যটি আরও প্রাকৃতিক করার প্রস্তাব দেন। জুহি এতে তীব্র অস্বস্তি বোধ করেন এবং দৃশ্যটি করতে সরাসরি অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে দুজনের মধ্যে উত্তপ্ত বিতর্ক শুরু হয় এবং জুহি রেগে সেট ছেড়ে চলে যান। সেই চুম্বন দৃশ্যটি আর কখনো ধারণ করা হয়নি।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির খান স্বীকার করেন, “জুহি আর আমি ‘ইশ্‌ক’ শুটিংয়ের সময় পাঁচ-ছয়বার ঝগড়া করেছি। সেই টানাপোড়েন বেশ কিছুদিন স্থায়ী ছিল।” এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হয়; বহু বছর তারা একে অপরের সঙ্গে কথা বলেননি বা কোনো কাজও করেননি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার অবসান ঘটে। বহু বছর পর জুহি ও আমির আবার মিলিত হন এবং অতীত ভুলে বন্ধুত্ব পুনর্গঠন করেন। আজ তারা একে অপরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিভিন্ন সাক্ষাৎকারে পরস্পরের প্রশংসা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top