বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান,মুক্তিঈদুল আজহায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে সাম্প্রতিক সময়ে ঢালিউডে এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় একের পর এক সিনেমায় দর্শককে চমক দিয়ে যাচ্ছেন এই সুপারস্টার।

সর্বশেষ খবর অনুযায়ী, আবারও নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এখনো নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন আজমান রুশো, যিনি এতদিন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। এটি হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।

কিছুদিন আগেই শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস–এর সঙ্গে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। নতুন ছবিটি সেই দুটি প্রজেক্টের একটি। সূত্র জানায়, ছবিটি হবে একটি রোমান্টিক গল্পের সিনেমা, যদিও এখনো নাম ও নায়িকা চূড়ান্ত হয়নি।

এছাড়া সিনেমার কাস্টিংয়েও থাকবে একাধিক নতুন ও চমকপ্রদ মুখ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। দেশের পাশাপাশি বিদেশেও হবে এর চিত্রায়ণ। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি আগামী কোরবানি ঈদে (ঈদুল আজহা) মুক্তির লক্ষ্যে নির্মিত হবে।

বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তাঁর চলমান প্রজেক্ট ‘সোলজার’ সিনেমা নিয়ে। এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের দুই ঈদের মাঝামাঝি সময়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top