বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

তানজিন তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, গুলশান থানায় জিডি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৯

সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি প্রতারণার অভিযোগে এক নারী উদ্যোক্তার করা মামলার রেশ কাটতে না কাটতেই, এবার নতুন করে তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

সায়ানা কুটর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী এই অভিযোগ এনেছেন। তিনি গত ১২ নভেম্বর রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে অভিনেত্রী তানজিন তিশার কাছ থেকে জীবনের নিরাপত্তা চাওয়া হয়েছে।

জিডিতে সানায়া চৌধুরী উল্লেখ করেন,

“আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। দেশের নামিদামি সব তারকাই আমার ডিজাইন করা পোশাক পরেন। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন নাহার তিশা আমার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নেন। পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও শাড়িটি ফেরত দেননি।”

ফ্যাশন ডিজাইনারের দাবি, শাড়িটি ফেরত চাইতে গেলে তিনি হুমকির শিকার হন।

জিডিতে আরও বলা হয়,

“২০২৪ সালের ১৫ ডিসেম্বর আমি তানজিন তিশাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করলে তিনি ১৭ ডিসেম্বর অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন। এমনকি ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)-এর মাধ্যমে হেনস্তা করার কথাও বলেন। এর কিছু অংশ আমার মোবাইল কল রেকর্ডে সংরক্ষিত আছে।”

সানায়া আরও জানান, ২০২৫ সালের মার্চ ও মে মাসে দুটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে তিশার সঙ্গে দেখা হলেও তিনি বিনয়ের সঙ্গে শাড়িটি ফেরত চান, কিন্তু তিশা ফেরত দিতে অস্বীকার করেন।

এরপর ০৫ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে তিশার বিরুদ্ধে আরেকটি শাড়ি–সংক্রান্ত মামলার খবর দেখে তিনি ফের মেসেঞ্জারে বার্তা পাঠান। অভিযোগ অনুযায়ী, এরপর হুমকির মাত্রা আরও বেড়ে যায়।

জিডিতে তিনি উল্লেখ করেন,

“০৬ নভেম্বর আমার স্টুডিওর ফটোগ্রাফার ঝুটন তানজিন তিশাকে ফোন করলে তিনি অশালীন ভাষায় গালাগাল করেন। পরে ০৭ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তিশা আমাকে মামলা দেওয়ার হুমকি দেন এবং ১০ নভেম্বর মেসেজে জানান, আমার ব্যবসা ও সুনাম নষ্ট করবেন।”

জিডির শেষে ফ্যাশন ডিজাইনার লিখেছেন,

“বর্তমানে আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে এখনো তানজিন তিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top