গান গেয়ে কটাক্ষের কবলে পরীমনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৪১
আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি একটি অনুষ্ঠানে গায়ক ও লাইভ মিউজিকের সঙ্গে নিজের কণ্ঠ মেলাচ্ছেন। ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরীমনি সেলফি মোডে ভিডিও ধারণ করছিলেন এবং একটি জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’ গাইছিলেন।
ভিডিওতে গায়ক মাইক্রোফোন হাতে পরীমনির কাছে এসে গান শুরু করেন। পরীমনি হাসিমুখে তার সঙ্গে কণ্ঠ মেলান এবং এক সময় হাতও ধরেন। গান চলাকালীন দুজনই মুহূর্তটি উপভোগ করছেন, এবং পরীমনি ভিডিওতে ক্যামেরার দিকে আঙুল তুলে গান চালিয়ে যান। পরীমনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এই প্রেম তোমাকে দিলাম’।
ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পরীমনির স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করেছেন। তবে অন্য একটি বড় অংশ এটি ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’ ভঙ্গি হিসেবে দেখেছেন। একজন মন্তব্য করেছেন, “গান করো ভালো কথা, গায়ে উঠে-পড়ে করে কেন?” অন্যজন লিখেছেন, “পরীর প্রেম আর শেষ হয় না।”
পরীমনির ব্যক্তিগত সম্পর্ক ও সেলফি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।