বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

নিজেকে প্রমাণ করেছেন সানিয়া সুলতানা লিজা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:০৩

সংগৃহীত

রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’-এর বিচারকের আসনে বসে খুদে প্রতিযোগীদের গায়কি বিশ্লেষণ করছেন শিল্পী সানিয়া সুলতানা লিজা। মঞ্চে উঠে প্রতিযোগীদের গান শুনে বিচারক হিসেবে নিজের মূল্যায়ন দেওয়ার সময় লিজা একদিকে অতীত স্মৃতিতে ডুবে যান। ১৭ বছর আগে তিনি নিজেও ছিলেন রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর প্রতিযোগী এবং সেরা প্রতিযোগীর মুকুট জয় করেছিলেন।

লিজা বলেন, “সেই দিনের স্মৃতি ভুলে থাকা সম্ভব নয়। আমার দেশের মানুষের ভালোবাসা এবং সাফল্যই আজকের আমাকে গড়ে তুলেছে। এখন প্রতিযোগীদের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি।”

সংগীতে মাতৃত্বের জন্য ছোট একটি বিরতি নেননি লিজা। বিরতি শেষে তিনি আরও জোর কদমে পথচলা শুরু করেছেন, ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত ‘নেই অধিকার’ গানটি শ্রোতার মনোযোগ কেড়েছে। এর আগে কিশোর দাস ও মুহিনের সঙ্গে গাওয়া ‘ও প্রিয় ভালোবাসা নিও’, ‘তোমার নামে’, সমসের সঙ্গে ‘তিতা কথা’ এবং অপুর সঙ্গে ‘আহা ধন্য আমার জন্মভূমি’ গানে লিজা নিজের বহুমুখী প্রতিভা প্রমাণ করেছেন।

লিজা জানান, “আমি সব সময় চেষ্টা করি গানগুলোতে সমকালীন শ্রোতার প্রত্যাশা পূরণ করতে। প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরাই মূল লক্ষ্য।”

সানিয়া সুলতানা লিজা ১৭ বছরের এই দীর্ঘ পথপরিক্রমায় নিজ প্রতিভার মাধ্যমে সময়কে জয় করেছেন। তার ‘ভালোবাসি বলা হয়ে যাক’, ‘আসমানি’, ‘প্রাণ জুড়ে’, ‘পাগলী সুরাইয়া’, ‘পূর্ণিমা চাঁদ’, ‘বাবা তুমি আমার’সহ বহু গান এখনও শ্রোতার মুখে মুখে ফেরে, যা তার শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top