বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

হত্যাচেষ্টার অভিযোগ ডিপজলের বিরুদ্ধে, পিবিআইকে তদন্তের নির্দেশ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৫

সংগৃহীত

চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন আগের মামলার বাদী রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ।

মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।

এর আগে গত ৮ জুলাই, ডিপজল ও তার সহযোগী ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন তৈরি পোশাক কর্মী রাশিদা আক্তার। সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিআইডিকে (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)।

নতুন মামলার অভিযোগের বিবরণ

অভিযোগে বলা হয়েছে, আগের মামলা দায়েরের পর থেকে ডিপজল ও তার সহযোগীরা মামলা তুলে নিতে রাশিদা আক্তারকে হুমকি দিতে থাকে। এ কারণে তিনি দারুস সালাম এলাকা থেকে যাত্রাবাড়ীতে চলে যান।

গত ৪ সেপ্টেম্বর, রাশিদা আক্তার ও তার স্বামী কাজে গেলে তাদের মেয়ে বাসায় একা ছিল। অভিযোগ অনুযায়ী, তখন ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০-১২ জন বাসায় ঢুকে ভাঙচুর চালায়, ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে, এবং মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনায় পরে ধর্ষণ মামলা দায়ের করা হয় ১০-১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে।

এরপর, ১ নভেম্বর রাতে আব্দুল মজিদ যাত্রাবাড়ী থানার পেছনের একটি হোটেলে খাবার খেতে গেলে দুই ব্যক্তি তাকে “কথা আছে” বলে ডেকে নেয়। তারা মজিদকে সিএনজিচালিত অটোরিকশায় করে শনিরআখড়ায় একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যায়। সেখানে মামলা দুটি তুলে নিতে হুমকি ও প্রলোভন দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ডিপজলের প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল মজিদকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ডিপজল তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয়, কিন্তু মজিদ পা ধরে প্রাণভিক্ষা চান এবং মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন। এরপর হামলাকারীরা তার কাছে থাকা ২০ হাজার টাকা ও বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়।

তারা দুই দিনের মধ্যে মামলা তুলে নেওয়ার শর্তে মজিদকে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গত ৩ নভেম্বর, তারা যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top