বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

মিসির আলি হতে পারেন শাকিব খান:রায়হান রাফি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র মিসির আলি—যিনি যুক্তিবাদী, শান্ত, নির্লিপ্ত এক মনোবিজ্ঞানী—তাঁর চরিত্রে এবার শাকিব খানকে ভাবছেন সমকালীন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি এক আলোচনায় রাফি বলেন, “মিসির আলি চরিত্রটি খুব যুক্তিনির্ভর, সংযত ও রহস্যময়। শাকিব ভাইও অনেক রহস্যময় মানুষ। আমি মনে করি, তাঁকে দিয়েও মিসির আলির চরিত্র করানো সম্ভব।”

রায়হান রাফি আরও জানান, হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলো এতটাই ইউনিক যে সেগুলোর উপযুক্ত অভিনেতা খুঁজে পাওয়া সহজ নয়। “হিমু আর রুপা আমারও খুব প্রিয় চরিত্র। সম্প্রতি নাজিফা তুষিকে নিয়ে কাজ করেছি—তাকে রুপা চরিত্রে মানিয়ে যাবে বলে মনে হয়। তাসনিয়া ফারিণও দারুণ করবে,” বলেন তিনি।

হিমু চরিত্র প্রসঙ্গে রাফির মত, “হিমু খুব ক্রিটিক্যাল চরিত্র। কে ভালোভাবে করতে পারবেন, সেটা ভাবলেই মাথা ঘুরে যায়।”

বর্তমানে চঞ্চল চৌধুরী অভিনীত ‘মিসির আলি’ চরিত্র দর্শক-মন জয় করেছে। তবে রাফি মনে করেন, আফজাল হোসেনও এই চরিত্রে অসাধারণ করবেন।

রাফি বলেন, “চঞ্চল ভাই তো দারুণ করেছেন। কিন্তু তাঁকে বাদ দিয়ে যদি ভাবি, আফজাল হোসেন এই চরিত্রে দারুণ মানাবেন। আর বাকের ভাই চরিত্রের জন্য এখনকার সময়ের আফরান নিশো ভাইকে পারফেক্ট মনে হচ্ছে।”

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের সৃষ্টি মিসির আলি প্রথমবার নাটকে দেখা যায় ১৯৮৭ সালে—বিটিভিতে প্রচারিত ‘অন্য ভুবনের সে’ নাটকে। মুস্তাফিজুর রহমানের পরিচালনায় সেই চরিত্রে অভিনয় করেছিলেন আবুল হায়াত। দুই বছর পর ‘অন্য ভুবনের ছেলেটা’ নাটকেও আবার মিসির আলি চরিত্রে দেখা যায় তাঁকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top