‘মেরুন কুইন’ লুকে ভক্তদের মুগ্ধ করেছে বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম আবারও ভক্তদের মন জয় করেছেন। জন্মদিন উদযাপনের কয়েক দিন পরই বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে এক ডজন নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে।
ছবিতে তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা কোমরে থাকা সরু কালো বেল্টের সঙ্গে মিলিয়ে তাকে করেছে আরও আকর্ষণীয়। খোলা চুলে ভিনটেজ ঢেউ এবং কখনো চোখে স্টাইলিশ রোদচশমা, কখনো বা মাথার উপর রেখে ছবি তোলায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়ানো রাজকুমারীর মতো লাগছেন।
মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ্যে আসতেই মন্তব্য বাক্স ভরে উঠেছে প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, “আপনাকে রানির মতো লাগছে।” আরেকজন লিখেছেন, “দিন দিন আরও সুন্দর হচ্ছেন।”
মডেলিং ও অভিনয়ের বাইরে মিমকে বলা হয় ‘ভ্রমণকন্যা’। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে তিনি তার ভক্তদের সঙ্গে ছবি ও অভিজ্ঞতা শেয়ার করে থাকেন। সম্প্রতি জন্মদিনও পরিবারের সঙ্গে উদযাপন করেছেন, এরপরই ফের এই রাজকীয় লুকে ধরা দিয়েছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।