এবার শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ২৩:১৪
শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে তার বিপরীতে তুলে ধরবেন বলে নিশ্চিত করেছেন। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান নিজেই এ খবর প্রকাশ করেন। শাকিব বলেন, "তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।"
একটি প্রশ্নের উত্তরে শাকিব জানান, "একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।" এই ঘোষণার পর শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে, শাকিব এখনও কোন সিনেমায় হানিয়া আমির তার বিপরীতে অভিনয় করবেন তা স্পষ্ট করেননি।
ভক্তরা ধারণা করছেন, 'প্রিন্স' সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন। আবার কেউ কেউ মনে করছেন, তাদের একসঙ্গে দেখা যেতে পারে নতুন রোমান্টিক সিনেমাতেও।
এখন অপেক্ষার বিষয়, কোন সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করবেন এবং সেই সিনেমা কবে মুক্তি পাবে। তবে, শাকিব ও হানিয়ার মেলবন্ধন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ও আগ্রহের তীব্রতা আরও বাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।