শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খানের নতুন ছবিতে নায়িকা হানিয়া আমির? নিজেই জানালেন ‘ফিউচার হিরোইন’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৭

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান গত কয়েক বছরে নিজেকে নতুন লুকে উপস্থাপন করে আবারো তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। লুক, গেটআপ, স্টাইল—সবকিছুতেই নতুনত্ব এনে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন অ্যাকশন–থ্রিলার সিনেমা ‘সোলজার’ নিয়ে।

এরই মধ্যে শাকিব খান জানালেন নতুন এক চমক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তাঁর নতুন ছবিতে নায়িকা হতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বিষয়টি। রাফসানের একটি ভ্লগে শাকিব বলেন, “তোমার একটি ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।”

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাফসান তার ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন। রাজধানীর বনানীতে একটি নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে দেখা করেন রাফসান। সেখানে আলাপের সময় শাকিবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাশ থেকে একজন প্রশ্ন করেন—হানিয়া আমির কি তাঁর সঙ্গে কোনো সিনেমা করছেন? উত্তরে শাকিব খান স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।”

তবে সিনেমার নাম এখনো প্রকাশ করেননি তিনি।
বর্তমানে শাকিব খানের হাতে রয়েছে ‘সোলজার’, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। এছাড়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের আরেক ছবিতেও কাজ করছেন তিনি; শোনা যাচ্ছে এতে তাঁর নায়িকা হবেন তাসনিয়া ফারিণ।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকা সফরে এসেছিলেন হানিয়া আমির। এক অনুষ্ঠানে তিনি বলেন, “শাকিব খানকে তোমরা অনেক ভালোবাসো, তাই আমারও পছন্দ শাকিব খান।” এরপর থেকেই জোরালো গুঞ্জন—শাকিব খানের নতুন নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির।

এখন শুধু অপেক্ষা—কোন ছবিতে জুটি বাঁধছেন তারা, সেটা আনুষ্ঠানিকভাবে জানার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top