মোদির মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬

সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন এবার আসছে বড় পর্দায়। তাঁর জীবনের রাজনৈতিক উত্থান, সংগ্রাম আর মায়ের স্নেহঘেরা পথচলার গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন বায়োপিক ‘মা বন্দে’—যা ইতোমধ্যেই বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মোদির জন্মদিনেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, আর এবার সামনে এলো আরও এক চমক—মোদির মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা–ছেলের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তুলে ধরা হবে হিরাবেন মোদির ত্যাগ, সহনশীলতা এবং পরিবারকে ধরে রাখার দৃঢ়তা—যা ছেলের সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছিল।

ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানা গেছে, হিরাবেনের চরিত্র ইতোমধ্যেই রাভিনা ট্যান্ডনকে গভীরভাবে নাড়া দিয়েছে। চরিত্রটির শক্তি ও সংবেদনশীলতা অভিনেত্রীকে বিশেষভাবে আকর্ষণ করেছে। বিশেষ করে—শৈশবে মাকে হারানো সত্ত্বেও হিরাবেনের শান্ত, দৃঢ় চরিত্রে পুরো পরিবারকে এগিয়ে নেওয়ার গল্প রাভিনার মনে দাগ কেটেছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রাভিনা ট্যান্ডন কিংবা ছবির পরিচালক ক্রান্তি কুমার চৌধুরী। সিলভার কাস্ট ক্রিয়েশনস ব্যানারের অধীনে ছবিটি প্রযোজনা করছেন বীর রেড্ডি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top