অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৫
ভারতীয় চলচ্চিত্রের এক সময়ের প্রখ্যাত অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতা থেকে ভুগছিলেন তিনি, এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
কামিনী কৌশল জন্মগ্রহণ করেছিলেন ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি। তাঁর বলিউড যাত্রা শুরু হয় ১৯৪৬ সালে, প্রথম ছবিতে অভিনয় করেছিলেন ‘নীচা নগর’-এ। উল্লেখযোগ্যভাবে, ওই ছবিটি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে পামে ডি’ওর পুরস্কার জিতেছিল।
তার অভিনীত প্রধান কিছু সিনেমার মধ্যে রয়েছে:
‘শহিদ’ — যেখানে তিনি প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গে অনস্ক্রিন জুটি গঠন করেছিলেন।
‘নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’ এবং ‘আব্রু’ ইত্যাদি।
অভিনয় ক্যারিয়ারে তাঁর পরবর্তী অংশেও অবদান ছিল মর্মস্পর্শী — ২০১৩-এ ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিংহ’-এ তিনি অভিনয় করেছিলেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তিনি ছিলেন শাহরুখ খান এর বিপরীতে, এবং ‘লাল সিংহ চড্ডা’তে কাজ করেছিলেন আমির খান-সহ।
কামিনী কৌশলের প্রয়াণে বলিউডে এক যুগের প্রান্তিক এক অধ্যায়ের অন্ত হলো — তাঁর শিল্পীজীবন, দৃষ্টিনন্দন অভিনয় এবং প্রজন্মহীন অবদানের জন্য বহু শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।