বিয়ে করলেন ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার অভিনেতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭
বলিউডের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর জনপ্রিয় চরিত্র ‘মিলিমিটার’—যিনি নিজের উপস্থিতি ও হাস্যরস দিয়ে দর্শকের মন জয় করেছিলেন—সেই রাহুল কুমার আবারও আলোচনায়। কারণ, দীর্ঘ বিরতির পর জানা গেল এই অভিনেতা বিয়ে করেছেন, আর তার স্ত্রী বলিউডের কেউ নন, বরং দূর তুরস্কের তরুণী কেজিবান ডোগান।
সামাজিকমাধ্যমে সম্প্রতি তাদের বিয়ের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা পুরোনো স্মৃতির সঙ্গে নতুন উচ্ছ্বাস ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, দিল্লিতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন রাহুল ও কেজিবান; সেখান থেকেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের গল্প।
অভিনেতার স্ত্রী কেজিবান জানান, তাদের প্রেমের সূচনা হয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর মাধ্যমেই। তিনি বলেন, “আমি যখন সিনেমাটি দেখলাম, তখনই তাকে (রাহুলকে) মেসেজ করি। সে এখানে অভিনয় করেছিল, মিলিমিটার নামে—মনে আছে? এরপরই আমাদের কথা শুরু হয়। সেই ঘটনা আজ থেকে প্রায় ১৪ বছর আগের।” অর্থাৎ, রাহুলের ছোট্ট চরিত্রই হয়ে ওঠে দুজনের প্রথম যোগাযোগের সূত্র।
খবর অনুযায়ী, গত ৪ মে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল কুমার ও কেজিবান ডোগান। তবে বিয়ের খবরটি সামনে আসে সম্প্রতি তাদের ছবি ভাইরাল হওয়ার পর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।