মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭

সংগৃহীত

টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এর মূল পর্বের কার্যক্রম। ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতাগুলো জমে উঠেছে। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।

আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও মানবিকতার বার্তা তুলে ধরবেন জেসিয়া। পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ তৈরিতে দীর্ঘদিন কাজ করে আসছেন তিনি। সামাজিক দায়িত্ববোধ তাঁর যাত্রাকে দিয়েছে ব্যতিক্রমী পরিচিতি।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, এবারের প্রতিযোগিতায় তিনি টপ–২০–এ জায়গা পেতে চান। এজন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সবার ভালোবাসা ও ভোট কামনা করেছেন তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট দেওয়া যাবে।

অন্যদিকে, বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় জেসিয়ার পরিচিতি নতুন নয়। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০১৭’–এর চূড়ান্ত পর্বে প্রথমে বিজয়ী ঘোষিত হন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু ঘোষণার পরই দেখা দেয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন—কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন না, অথচ এভ্রিল ছিলেন বিবাহিত।

বিতর্কের পাঁচ দিন পর আয়োজকরা পুনরায় সিদ্ধান্ত নেন এবং প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকারী জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়। সেখান থেকেই শুরু হয় তাঁর আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যাওয়ার পথ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top