চলে গেলেন ‘পুতুলনাচের ইতিকথা’র অভিনেত্রী ভদ্রা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:১৩
প্রখ্যাত অভিনেত্রী ও নাট্যপরিচালক ভদ্রা বসু শুক্রবার গভীর রাতে মৃত্যুবরণ করেছেন। তিনি ৬৫ বছর বয়সে এই জগৎ ছাড়লেন। তাঁর শেষকৃত্য নিমতলা ঘাটে সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে তখন অস্ত্রোপচার করা সম্ভব হয়নি এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছিল। হঠাৎ ঘরে পড়ে তিনি মস্তিষ্কে আঘাত পান। এরপর তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। এই সময়ে কিছুটা কিডনির সমস্যাও দেখা দেয়।
ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্যপরিচালক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী। অভিনয়ের ক্ষেত্রে তিনি সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে নজর কেড়েছেন। ‘বেলা’ ছিল তার অভিনীত শেষ ছবি। অভিনয়ের বাইরে তিনি ‘গওহরজান’সহ একাধিক জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন।
অভিনেত্রীর দুই মেয়ে, দামিনী বসু এবং আনন্দী বসু, নিয়মিত মঞ্চে অভিনয় করেন।
ভদ্রা বসুর প্রয়াণ বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের জন্য এক বড় ক্ষতি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।