এশিয়ান ট্যুরে সোনাক্ষী সিনহা নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:২০
বলিউড অভিনেতা সালমান খান-এর সঙ্গে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করা সোনাক্ষী সিনহা এবার তার এশিয়ান ট্যুরে দেখা যাচ্ছে না। সিনেমার সূত্র ধরে এই দুই তারকার সুসম্পর্ক বহু বছর ধরে অটুট থাকলেও অভিনয়ের পর এটাই সোনাক্ষীর প্রথম বিদেশি সফর, যেখানে তিনি নেই।
ভারতের গণমাধ্যম জানিয়েছে, সালমান খানের দেশের এবং বিদেশের অনুষ্ঠানে সাধারণত সোনাক্ষী থাকেন। তাই এশিয়ান ট্যুরেও তার থাকার কথা ছিল। এমনকি ট্যুরের প্রোমো পোস্টারেও তার ছবি ছিল। তবে হঠাৎ পোস্টারে তার জায়গায় দেখা যায় তামান্না ভাটিয়ার ছবি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে।
অনেকেই বলছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি এবার সফরসঙ্গী হতে পারছেন না। কিছু পডকাস্টে সোনাক্ষীকে বারবার বালিশে হেলান দিয়ে বসে কথা বলতে দেখা গেছে। এছাড়া তিনি সম্প্রতি বড় এবং ঢোলা পোশাক পরায় নানা মন্তব্যও উঠে এসেছে। তবে এই বিষয়ে সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল এখনও কোনো মন্তব্য করেননি।
নেটিজেনরা তাদের অনুমান ও সন্দেহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, যা আলোচনা তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।