শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শাহরুখ খানের নামে মুম্বাইয়ে বিলাসবহুল হোটেল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:২২

সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান-এর নামে মুম্বাইতে নতুন একটি বিলাসবহুল হোটেল তৈরি করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’। ৫৬ তলার বহুতল ভবনের প্রবেশদ্বারে রয়েছে শাহরুখের মূর্তি, যেখানে তিনি দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজ দিয়েছেন। হোটেলের নাম রাখা হয়েছে শাহরুখজ দানুবে (Shahrukhz Danube)।

শুক্রবার হোটেলের উদ্বোধনে হাজির ছিলেন নিজেই শাহরুখ খান। মূর্তি ও নিজের নামে ভবন দেখে তিনি আপ্লুত হন এবং বলেন, “সিনেমা ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অংশ হলো ছবি। এখানে এরকম কিছু আমার জন্য সত্যিই বড় উপহার।”

তিনি আরও যোগ করেন, “রিজওয়ান ভাই আমাকে তার অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের।”

হোটেলের কাজ আগামী তিন-চার বছরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে। হোটেলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি, যেখানে দর্শকরা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top