শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় গ্রেপ্তার হিরো আলম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৩০

ছবি: সংগৃহীত

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি একটি মামলায় আদালতের আদেশ (ওয়ারেন্ট) জারি করেন। সেই আদেশ অনুযায়ী হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়া হয়েছে বলেও জানান ডিসি ইবনে মিজান।

এ ঘটনায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top