ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:২০
বিমোহিত করা বাঁশির সুর, আকর্ষণীয় ফ্যাশন র্যাম্প শো এবং তারকা শিল্পীর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হলো এন্ট্রারপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে উদ্যোক্তা, সদস্য ও তাদের পরিবার নিয়ে আয়োজনটি রূপ নেয় এক রঙিন ও প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন খাতের ৫০০-রও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়রা। জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম উপস্থাপন করেন মনোমুগ্ধকর ফ্যাশন র্যাম্প শো, যা দর্শকদের নজর কাড়ে শুরু থেকেই। পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা তার হৃদয়ছোঁয়া সংগীত পরিবেশনায়।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মেজবান ডিনার। ফ্যামিলি নাইটস আয়োজনের টাইটেল স্পনসর ছিল স্কাইটেক সল্যুশন এবং পাওয়ারড বাই ইভেন্ট সিটি। পাশাপাশি প্লাটিনাম স্পনসর হিসেবে যুক্ত ছিল ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।
আয়োজনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন ফাহমিদা আহমেদ এবং কো-কনভেনর ছিলেন আব্দুর রহমান নিপু। উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মো. কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মো. সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত, মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।
প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ই-ক্লাব ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, মেন্টরশিপ, নেটওয়ার্কিং, ইনভেস্টমেন্ট, ব্র্যান্ডিং, নারী উদ্যোক্তা উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’ ও ‘বন্ধন’সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্লাবটি দেশের উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।