শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

ওয়ারফেজের নেপথ্য গল্প শোনাবেন টিপু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ চার দশকের পথচলা শেষে নতুন দশকে পা দিয়েছে। দীর্ঘ এই যাত্রায় ব্যান্ডটির গঠন, উত্থান, পরিবর্তন আর সাফল্যের নেপথ্য নানা গল্প এবার উঠে আসছে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরি’-তে।

ব্যান্ডটির ড্রামার ও লিডার মনিরুল আলম টিপু এই অনুষ্ঠানে জানিয়েছেন—কিভাবে ওয়ারফেজের জন্ম, ইংরেজি গান থেকে বাংলায় আসার পর্ব, অ্যালবাম তৈরির অভিজ্ঞতা, জনপ্রিয় গানগুলোর সৃষ্টির গল্প এবং বারবার লাইনআপ বদলের নানা স্মৃতি। নব্বই দশকের উত্থান আর রাজসিক পথচলার অনুপম বর্ণনাও শোনা যাবে তার কাছে।

আজ ১৫ নভেম্বর রাত ১২টায় অনুষ্ঠানটি প্রচার হবে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

নব্বইয়ের দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের মধ্যে আলোড়ন তোলে ওয়ারফেজ। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’—‘বসে আছি’, ‘একটি ছেলে’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’সহ গানগুলো দিয়ে ব্যান্ডটির শক্ত অবস্থান তৈরি হয়। এরপর ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’—একটির পর একটি অ্যালবাম তাদের জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করে।

হার্ডরক ও হেভি মেটাল ঘরানায় এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড হিসেবে বিবেচিত হয় ওয়ারফেজ। প্রতিষ্ঠাকাল থেকে মনিরুল আলম টিপু ব্যান্ডটির সঙ্গে আছেন, বহু উত্থান–পতন পেরিয়ে তিনি এই দলকে ধরে রেখেছেন চার দশক ধরে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top