ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন—স্বামীর রসিক মন্তব্যে হাসলেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৭
ভালোবেসে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে বিয়ে করেন অভিনেতা জাহির ইকবাল। ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করায় বিয়ের পর থেকেই অভিনত্রীকে নানা কটূক্তি ও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে বারবারই উঠেছে প্রশ্ন—তিনি কি ধর্ম পরিবর্তন করেছেন?
সম্প্রতি আবু ধাবির পর্যটন দফতরের আমন্ত্রণে দেশটিতে যান সোনাক্ষী। নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী জানান, তিনি আগে কখনো মসজিদের ভেতরে যাননি। তাই আবু ধাবিতে পৌঁছে প্রথমেই দেখতে চান বিখ্যাত শেখ জায়েদ মসজিদ। সোনাক্ষীর ভাষায়, ‘মন্দিরে, গির্জায় বহুবার গিয়েছি। কিন্তু মসজিদের ভেতরে কখনো যাইনি। খুব উত্তেজিত লাগছিল।’
সোনাক্ষী যখন নিজের উচ্ছ্বাস জানাচ্ছিলেন, তখন পাশেই থাকা স্বামী জাহির হেসে মন্তব্য করেন, ‘আমি কিন্তু ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না!’ স্বামীর এমন রসিকতায় হাসতে হাসতেই গড়াগড়ি খান নায়িকা।
ধর্ম নিয়ে জল্পনা-কল্পনার জবাবে সোনাক্ষী আগেও জানিয়েছেন—ধর্ম কখনোই তাদের সম্পর্কের দেয়াল হয়ে দাঁড়ায়নি। ঈদে তিনি স্বামীর পাশে থাকেন, আর জাহিরও সোনাক্ষীর সঙ্গে পূজা করতে যান। তাই ধর্ম পরিবর্তনের প্রশ্নই আসে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।