শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

অভিনেত্রী তাসনিয়া ফারিণ আনলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:০৬

সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার প্রযোজক হিসেবেও পথচলা শুরু করতে যাচ্ছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’।

সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছেন, “নতুন অধ্যায়ের শুরু—‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এর আগে ফারিণ জানিয়েছিলেন, এ বছরের শেষের দিকে তার গাওয়া একটি সঙ্গীত ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে নাটক বা সিনেমা তৈরি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে পরবর্তীতে নতুন পরিকল্পনা হাতে নেবেন তিনি।

অভিনয়জীবনে ফারিণকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এছাড়াও তিনি কলকাতার একটি সিনেমাতেও কাজ করছেন।

তাসনিয়া ফারিণের এই পদক্ষেপে তার পরিচয়ের পাশে এবার ‘প্রযোজক’ পরিচয়ও যুক্ত হতে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top