শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

তানজিয়া জামান মিথিলা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা হাতে অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জেতার পর অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে পৌঁছান।

তবে প্রতিযোগিতার আগে পুরোনো একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়েন মিথিলা। সম্প্রতি তিনি লাইভে এসে বিষয়টি ব্যাখ্যা করেছেন। মিথিলা জানান, ভিডিওটি ৭-৮ বছর পুরনো এবং তখন সবাই খুব ছোট ছিলেন। তিনি দাবি করেন, এটি ছিল একটি প্র্যাঙ্ক। তিনি বলেন, “যে মানুষটা ওয়াশরুমে ছিল, সে আমাদের বন্ধু। আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো দেখিয়েছিলাম। আমি শুধু ওখানে ছিলাম, আমার বিরুদ্ধে দোষারোপ করা ঠিক নয়। আমি তখন ছোট ছিলাম, বোকার মতো কাজ করেছি।”

তিনি নেটিজেনদের উদ্দেশে আরও বলেন, “আপনারা ৭-৮ বছরের পুরোনো ভিডিও নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন। এভাবে করলে আমি প্রতিযোগিতায় জিততে পারব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”

মিথিলার এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, ভিডিওটি অতীতে ঘটেছিল এবং এখনকার প্রতিযোগিতা বা তার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে তা কোনোভাবেই যুক্ত নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top