‘বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৭
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর অক্টোবরের শেষ দিকে দেশের পতাকা হাতে তিনি উড়ে যান থাইল্যান্ডে প্রতিযোগিতার মূল ক্যাম্পে। সেখানে চলমান প্রস্তুতি ও ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়া সমালোচনা ও বিতর্ক নিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।
সেই বার্তায় মিথিলা স্পষ্ট ভাষায় জানান নিজের কষ্ট, হতাশা এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতার কথা।
ভিডিওতে তিনি বলেন,
“আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে কিছু আসে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় একটি দেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, এত শৃঙ্খলা, সময় মেনে চলা, এত পরিশ্রম—এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে প্রশংসা না পাই, সেটাই সবচেয়ে কষ্টের।”
বিকিনি রাউন্ড নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মিথিলা জানান,
“আমি কতবার বলেছি—বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না। আপনারা চান আমি জিতি, তাহলে নিয়ম মেনে চলা ছাড়া উপায় নেই। এটি ধর্মের বিষয় নয়, প্রতিযোগিতার নিয়ম। বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে আমাকে এটি করতেই হবে।”
তিনি আরও বলেন,
“এটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতা করছে পৃথিবীর সেরা প্রতিযোগীরা। কেউ খারাপ না—সবাই ভালো। তাই তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাকে অনেক ভালো করতে হবে। আর আমার দেশের মানুষকেও এগিয়ে এসে আমাকে সমর্থন দিতে হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।