আজ বীর বিক্রম জগৎজ্যোতি দাসের শাহাদাতবার্ষিকী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:১৩
১৬ নভেম্বর, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে শহীদ হন বীর বিক্রম জগৎজ্যোতি দাস। ভাটি বাংলার গেরিলা বাহিনীর কমান্ডার হিসেবে তার সাহসিকতা আজও দেশের ইতিহাসে স্মরণীয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন।
জগৎজ্যোতি দাসের জন্ম ২৬ এপ্রিল ১৯৪৯ সালে। তিনি ১৬ নভেম্বর ১৯৭১ সালে শহীদ হন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভাটি বাংলার গেরিলা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। হাওর অঞ্চলে তার নেতৃত্বে গঠিত ‘দাসপার্টি’ পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য এক ত্রাস ছিল।
বাংলাদেশ সরকার তার অবদানকে সম্মান জানিয়ে তাকে মরণোত্তর ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।