রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সৌদির রেড সি চলচ্চিত্র উৎসবে জুরি প্রেসিডেন্ট শন বেকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:২৪

সংগৃহীত

সৌদি আরব এখন বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। সারা বছর দেশটিতে সিনেমা কেন্দ্রিক নানা আয়োজন চলতে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আয়োজন হলো রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের পঞ্চম আসর শুরু হতে যাচ্ছে ৪ ডিসেম্বর জেদ্দায়, চলবে ১০ দিন।

উৎসবে সৌদি আরব ছাড়াও বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। প্রতিবছর হলিউড, বলিউডসহ বিভিন্ন দেশের তারকারা উপস্থিত থাকেন। এবারও তা ব্যতিক্রম হবে না। বিশেষ আকর্ষণ হিসেবে এবার জুরি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন অস্কারজয়ী হলিউড নির্মাতা শন বেকার। তার সর্বশেষ সিনেমা ‘আনোরা’ এই বছর অস্কারে পাঁচ বিভাগে পুরস্কৃত হয়েছে, যেখানে রয়েছে সেরা সিনেমা, পরিচালক, অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সম্পাদনা বিভাগ।

শন বেকারের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্কারলেট’, ‘ট্যানজারিন’, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’, ‘রেড রকেট’ ইত্যাদি। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ফিচার কম্পিটিশন বিভাগে ১৬টি সিনেমা স্থান পেয়েছে, যার মধ্যে একটি সিনেমা নির্বাচিত হবে গোল্ডেন ইউসর পুরস্কারের জন্য।

শন বেকার বলেন, “স্পাইক লির পর রেড সি উৎসবে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের। এই উৎসব যেভাবে সাহসী ও বৈচিত্র্যময় সিনেমার কেন্দ্র হয়ে উঠেছে, তার আমি সব সময়ই প্রশংসা করেছি। এ বছরের ফিচার কম্পিটিশন বিভাগে আরববিশ্ব, আফ্রিকা ও এশিয়ার গুরুত্বপূর্ণ সিনেমা স্থান পেয়েছে। স্বাধীন চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top