রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

জামদানি তাঁতশিল্পী ওস্তাদ আলী আকবরের মৃত্যুতে শোক প্রকাশ জয়া আহসানের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:০০

সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির শিল্পে এক অমূল্য রত্ন হারিয়েছে দেশ। দীর্ঘদিন ধরে জামদানি শাড়ি তৈরির সঙ্গে যুক্ত ওস্তাদ আলী আকবর (৮৩) গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “জামদানি শাড়ি আমার কাছে সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। এ শাড়ির প্রতিটি সুতা, প্রতিটি নকশা আমাকে আমার পরিচয় জানান দেয়। এটি আমার আবেগের ভাষা, যা আমাকে সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সংযুক্ত রাখে।”

জয়া আরও উল্লেখ করেছেন, “ছবিতে আমি যে সাদা শাড়িটি পরে আছি, এটি তৈরি করেছিলেন ওস্তাদ আলী আকবর। তিনি ছাড়া এই নকশাটি আর কেউ তৈরি করতে পারতেন না। আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে তাঁতশিল্পীরা তাদের শ্রমের তুলনায় যথাযথ পারিশ্রমিক পান না। ফলে এই শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জামদানি শাড়ি তৈরি ও নকশা করা বিশাল ধৈর্য এবং পরিশ্রমের কাজ। যদি তাঁতিদের যথাযথ সম্মান ও পাওনাটা দেওয়া যেত, তবে হয়তো এই শিল্প আজ হারিয়ে যেতে বসত না।”

জয়া আহসান ওস্তাদ আলী আকবরকে স্মরণ করে বলেন, “এই মোটিভটি শুধু আলী আকবর ভাই-ই তৈরি করতে পারতেন। তার সঙ্গে সেই গুণও চলে গেল। একজন পরিশ্রমী, সত্যিকারের শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। সবাই তাকে প্রার্থনায় রাখুন।”

প্রসঙ্গত, ২০২৫ সালে জয়া আহসানকে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় দেখা গেছে। সামনে আরও কয়েকটি নতুন প্রকল্পে তাকে দেখা যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top