‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা'
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:০৪
ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও মুগ্ধ করলেন তার নতুন গ্ল্যামারাস লুকে। অভিনয়, গান কিংবা আইটেম নম্বর—সবখানেই সমান পারদর্শী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয়। প্রতিনিয়ত ভক্তদের সঙ্গে নিজের নানান স্টাইল ও মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) সকালেই রয়্যাল ব্লু রঙের জমকালো শাড়ি ও হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে নতুন এক রূপে হাজির হন ফারিয়া। তার গ্ল্যামারাস এই ফটোশুট মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোড়ন তোলে। ছবির ক্যাপশনে নায়িকা মজার ছলে লেখেন— ‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।’
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। মুহূর্তের মধ্যেই পোস্টে হাজির হয় অসংখ্য লাইক ও কমেন্ট। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন নায়িকাকে—কেউ তার ফিটনেস, কেউ গোছানো স্টাইল, আবার কেউবা তার হাসির জাদুতে মুগ্ধ।
জানা গেছে, সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। দেশে ফিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন কাজ নিয়ে, পাশাপাশি নিজেকে উপস্থাপন করছেন নতুন নতুন সাজে—যা ভক্তদের জন্য যেন বাড়তি চমকই বটে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।