‘শরীর ও মনের জন্য আট ঘণ্টা কাজ করাই যথেষ্ট’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, সময়ের সঙ্গে বদলে গেছে তার সাফল্যের সংজ্ঞা। সম্প্রতি এক জনপ্রিয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগে তার কাছে সাফল্য মানে ছিল যশ, খ্যাতি ও বিপুল অর্থ—ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতেই সাফল্য মাপা হতো। কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে দেখেন তিনি।
দীপিকার ভাষায়, “এখন আমার কাছে সাফল্য মানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। সময়ই সবচেয়ে বড় সম্পদ। সেই সময় কোথায়, কীভাবে এবং কার সঙ্গে কাটাচ্ছ—এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই আসল সাফল্য।”
কর্মসংস্কৃতির কঠোর বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “আমরা অতিরিক্ত কাজকে যেন স্বাভাবিক বানিয়ে ফেলেছি। ক্লান্তিকে প্রতিশ্রুতি মনে করি। অথচ মানুষের শরীর–মনের জন্য দিনে আট ঘণ্টা কাজই যথেষ্ট। আপনি সুস্থ থাকলে তবেই সেরাটা দিতে পারবেন।”
দীপিকা ফেরও তার দীর্ঘদিনের দাবি—কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ৮ ঘণ্টার শিফট—জোরের সঙ্গে তুলে ধরেন। তিনি জানান, তার নিজের প্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন আট ঘণ্টা করে কাজের নিয়ম রয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন (মেটারনিটি) ও পিতৃত্বকালীন (প্যাটারনিটি) ছুটির নীতিও কার্যকর।
শিশুদের নিয়ে কর্মস্থলে আসাকে আরও স্বাভাবিক করার পক্ষেও মত দেন অভিনেত্রী। তার মতে, স্বাস্থ্যকর কাজের পরিবেশই ভালো কাজ এবং সুন্দর জীবনের পূর্বশর্ত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।