নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪১
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ফের বিতর্কের মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কন্যা সন্তানের প্রতি এশিয়ার পরিবারগুলোর দৃষ্টিভঙ্গি নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে।
কঙ্গনা বলেন, “আপনারা এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারেন। বিশেষ করে, দ্বিতীয়বার কন্যা সন্তান হলে বিষয়টি আরও স্পষ্ট হয়। যদিও কোনো পরিবার খুবই শিক্ষিত হতে পারে এবং দেখাতে চায় যে, তাদের কাছে ছেলে-মেয়ে সমান। কিন্তু মেয়ে হওয়ার পরও সকলের মধ্যে চিন্তাভাবনা দেখা যায়। এমনকি অভিনেতা-অভিনেত্রী ও বড় পরিবারেও একই ছবি লক্ষ্য করা যায়।”
নেটিজেনরা তার এই মন্তব্যকে কড়া সমালোচনা করেছেন। অনেকেই মন্তব্যটি প্রমাণ করছে যে কঙ্গনা মননে মোটেও প্রগতিশীল নন। তাদের মতে, সমাজের সংবেদনশীল বিষয় নিয়ে একজন তারকা বা জনপ্রতিনিধির বক্তব্যের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।