রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ধুমধামে উন্মোচিত হল এস এস রাজামৌলির নতুন ছবি ‘ভারাণসী’র টিজার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫০

সংগৃহীত

ভারতের সুপরিচিত পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবি ‘ভারাণসী’-এর টিজার শনিবার (১৫ নভেম্বর) ধুমধামভাবে উন্মোচিত হলো। রামোজি রাও ফিল্ম সিটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। মঞ্চে ছিলেন ছবির প্রধান অভিনেতা মহেশ বাবু, পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারণ।

টিজারের প্রথম ঝলকেই দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে। টিজারে দেখা গেছে অসাধারণ ভিএফএক্স, শিল্পসৌন্দর্য এবং প্রাচীন সময়কে নতুনভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা। গল্পের শুরু ৫১২ খ্রিস্টাব্দের বরাণসি থেকে, যেখানে একটি যজ্ঞের আগুন হঠাৎ অ্যান্টার্কটিকায় বরফে পরিণত হয়। এরপর দৃশ্য চলে যায় আফ্রিকার জঙ্গলে এবং লঙ্কায়, যেখানে হনুমানের বানরসেনা ও রাবণের বাহিনীর যুদ্ধ দেখানো হয়েছে। শেষ দৃশ্যে মানিকর্ণিকা ঘাটে একটি বলদের পিঠে বসে ত্রিশূল হাতে থাকা মহেশ বাবু-কে দেখা যায়।

উন্মোচনের সময় রাজামৌলি মহেশ বাবুর সঙ্গে সম্পর্কিত এক অজানা তথ্যও প্রকাশ করেন। তিনি বলেন, “মহেশ বাবু অফিস বা শুটিংয়ে থাকাকালীন তার মোবাইল ফোন স্পর্শ করেন না। তিনি পুরো ৮ ঘণ্টা কাজের প্রতি মনোযোগ দেন এবং কাজ শেষে মোবাইল ফোনের দিকে তাকান। এই অভ্যাস থেকে আমরা সকলেই শিখতে পারি।”

প্রদর্শিত টিজার এবং মহেশ বাবুর পেশাদারিত্ব দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমার গল্প ও ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে এখনই আলোচনার সৃষ্টি হয়েছে এবং মুক্তির অপেক্ষায় দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top