ঘোষণা হলো ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারায় এগোচ্ছে। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করেছে এবং তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। উদ্বোধনী সপ্তাহ পার হলেও ছবিটির আয় থামার নাম নেই; বরং দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে বক্স অফিস দৌড়।
প্রথম পর্বের সাফল্যের পর নির্মাতারা ভক্তদের জন্য বড় চমক হিসেবে ঘোষণা দিয়েছেন, ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। নতুন বছরের ঈদকে লক্ষ্য করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম মিন্ট জানায়, এই ঘোষণা দর্শক আগ্রহ আরও বাড়িয়েছে।
তবে একই দিনে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। একই তারিখে মুক্তির কথা রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির। এ পরিস্থিতিতে ঈদে মুক্তির কথা থাকা অজয় দেবগনের ‘ধামাল ৪’-এর মুক্তি তারিখ পরিবর্তন করা হয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘ধুরন্ধর’ কেবল একটি সফল সিনেমা নয়, এটি একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হওয়ার পথে। বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, “‘ধুরন্ধর’ ভারতীয় সিনেমার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হতে পারে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২,০০০ কোটি রুপিরও বেশি হতে পারে।”
এরই মধ্যে, ‘ধুরন্ধর’ মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ৭৪৫ কোটি রুপির ব্যবসা করেছে। আয়ের এই ধারা চলতে থাকলে খুব শিগগিরই সিনেমাটি হাজার কোটির ক্লাবে পৌঁছাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
তারকাবহুল এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন ও অর্জুন রামপাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সারা অর্জুন, নবীন কৌশিক, রাকেশ বেদী ও ড্যানিশ পান্ডো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।