‘দ্য গ্রেট শামসুদ্দিন ফ্যামিলি’-তে বানি চরিত্রে কৃতিকা কামরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

সংগৃহীত

সমকালীন ওয়েব সিরিজের ভুবনে জাঁকজমক ও গতির সঙ্গে যখন বড় ক্যানভাসের কাজ, তখন ‘দ্য গ্রেট শামসুদ্দিন ফ্যামিলি’ হাজির হয়েছে এক ঘরের শান্ত বিকেলের মতো অনুভূতি নিয়ে। আবেগী, অন্তরঙ্গ এবং শক্তিশালী গল্পের কেন্দ্রে আছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কৃতিকা কামরা, ‘বানি’ চরিত্রে—যার নীরবতা অনেক সময় শব্দের মতোই জোরালো।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে কৃতিকা জানান, দর্শকের সাড়া ও চরিত্রের সঙ্গে তার ব্যক্তিগত সংযোগ তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তিনি বলেন,

“আমার ইনবক্স ভরে গেছে দর্শকদের ভালোবাসার বার্তায়। নারী দর্শকরা লিখছেন, ‘বনির মধ্যে আমি নিজেকে দেখেছি।’ অনেকে নির্দিষ্ট দৃশ্য আর মুহূর্তের কথা তুলে ধরে বলছেন, ‘আমার অনুভূতিও ঠিক এমনই।’ স্ক্রিপ্ট পড়ার সময় আমিও ঠিক সেটাই অনুভব করেছিলাম।”

কৃতিকা বলেন, বনির হতাশা, নিজের জায়গা খোঁজার প্রশ্ন এবং দায়িত্ববোধের সঙ্গে তার নিজস্ব সংযোগ ছিল তাৎক্ষণিক। “আমি পরিবারের বড় মেয়ে, বড় বোন, যার ওপর সবাই সিদ্ধান্তের জন্য ভরসা করে। বনির এসব অনুভূতি আমার কাছে খুব বাস্তব মনে হতো।”

নারীকেন্দ্রিক এই সেটে কাজ করার অভিজ্ঞতাও অভিনেত্রী মনে রাখার মতো বলে উল্লেখ করেন। তিনি বলেন,

“আমরা দিল্লির একটি বাড়িতে শুট করছিলাম। সত্যিই মনে হচ্ছিল যেন পরিবারের সঙ্গে ছুটিতে এসেছি। আমরা একসঙ্গে খেতাম, গল্প করতাম, গান গাইতাম। ফরিদা জি আমাদের গল্প শোনাতেন, দাদাবাড়ির গ্রীষ্মের ছুটির স্মৃতি মনে পড়ত।”

শিবা চাড্ডা ও ফরিদা জালালের মতো বর্ষীয়ান অভিনেত্রীদের সঙ্গে কাজ করা কৃতিকার জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। তিনি বলেন,

“তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা অসাধারণ। অভিনয়ও তেমনই, কিন্তু তারা ভীষণ সহজ-সরল আর প্রাণবন্ত। তাদের কাজ দেখেই শেখা যায়, কোনো উপদেশ ছাড়াই।”

ভারতীয় সিনেমায় নারীর প্রতিনিধিত্ব নিয়ে তিনি বলেন,

“এটা নারীর গল্প, একজন নারীর দৃষ্টিকোণ থেকে বলা। আমাদের লেখক-পরিচালক মুসলিম নারী, তাই চরিত্রগুলো এত পূর্ণাঙ্গ মনে হয়। নারীদের লেখা গল্পে নারীদের চরিত্র স্তরবহুল, এলোমেলো ও অসম্পূর্ণ—এমন চরিত্র বিরল।”

কৃতিকা আরও জানান, সিরিজের নির্মাতা আনুশা রিজভী আট বছর ধরে ছবিটি তৈরি করার চেষ্টা করেছেন। ২২-২৩ দিনে শুট শেষ হলেও মুক্তি পাওয়া দ্রুত হয়েছে।

চলতি বছরের ১২ ডিসেম্বর মুক্তি পাওয়া ওয়েব সিরিজটিতে কৃতিকার পাশাপাশি অভিনয় করেছেন শিবা চাড্ডা, ফরিদা জালাল, জয়ী দত্ত, জুহি বাব্বর সহ আরও অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top